সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর ) প্রধান অর্জন সমূহ
(২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছর)
বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরনের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণীজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাত উন্নয়ন ক্ষেত্রে নওগাঁ জেলায় অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
- বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে 78,53,264 ও 84,55,919 এবং 98,48,827টি মাত্রা গবাদিপশু ও হাঁস মুরগীকে টিকাপ্রদান করা হয়েছে এবং যথাক্রমে 31,43,432 ও 27,91,338 এবং 22,47,567 টি গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
- খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে 6416 ও 8085 এবং 18646 জন খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে 571, 536 ও 537 টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
- নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে 1922, 1458 ও 1188 টি খামার/ ফিডমিল/হ্যাচারি পরিদর্শন, 394, 557 ও 382 জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং 14, 17 ও 24 টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।